Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রাইফেলস ক্লাব

রাইফেলস ক্লাব, কুমিল্লা

 

    কুমিল্লা রাইফেল ক্লাব বাংলাদেশ ন্যাশনাল শুটিং ফেডারেশনের একটি জেলা শাখা। যা কুমিল্লা শহরের রেইসকোর্স (পুলিশ লাইনে) এ অবস্থিত। এই ক্লাবের মূল উদ্দেশ্যে হচ্ছে অস্ত্র আইন মেনে চলে যথাসম্ভব দুর্ঘটনা সমূহকে এড়িয়ে নিরাপত্তার বিভিন্ন দিক চিন্তা করে প্রয়োজনীয়তা সাপেক্ষে ক্লাবের সদস্য গনকে ও অন্যান্য শুটারগনকে উৎসাহিত করা। জাতীয় অবস্থার প্রয়োজনে লাগতে পারে এ উদ্দেশ্যে কুমিল্লা জেলা ও এর সন্নিহিত এলাকা সমূহের নাগরিক, সচেতন কলেজ ছাত্র, বিএনসিসি ক্যাডেটগনকে রাইফেল, পিস্তল, রিভলবার, সর্টগান, বিগবোর এবং অন্যান্য আনুসাঙ্গিক ক্ষুদ্রাস্ত্র দিয়ে শুটিংকে লোকপ্রিয় করে তোলা। ছোট অস্ত্র দ্বারা লক্ষ্যভেদ এ নৈপুন্য অর্জনে সংগঠিত করে এবং প্রশিক্ষন প্রদান করে জাতীয় এবং আর্ন্তজাতিক ভাবে শুটিং এ অংশগ্রহণ করার মতো প্রতিযোগী দল প্রেরন করাও এই ক্লাবের কাজ। এছাড়াও নিয়মিত আন্তঃক্রীড়া ও বহিঃক্রীড়া সহ মহড়ার মাধ্যমে ক্লাবের সদস্যদের মধ্যে শুটিং প্রতিযোগীতার ব্যবস্থা করা।

কার্যনির্বাহী কমিটি

১। জনাব মোঃ তোজাজ্জল হোসেন মিয়া, জেলা প্রশাসক ও সভাপতি, কুমিল্লা রাইফেল ক্লাব।

২। জনাব টুটুল চক্রবর্তী, পুলিশ সুপার ও সহ-সভাপতি, কুমিল্লা রাইফেল ক্লাব।

৩। জনাব সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ-সভাপতি, কুমিল্লা রাইফেল ক্লাব।

৪। জনাব এডভোকেট আফজল খাঁন, সহ-সভাপতি, কুমিল্লা রাইফেল ক্লাব।

৫। জনাব সাইফ উদ্দিন আহম্মেদ চৌধুরী, সহ-সভাপতি, কুমিল্লা রাইফেল ক্লাব।

৬।জনাব মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক, কুমিল্লা রাইফেল ক্লাব।

৭। জনাব মোঃ মজিবুর রহমান খাঁন চৌধুরী, যুগ্ন সম্পাদক, কুমিল্লা রাইফেল ক্লাব।

৮। জনাব মোঃ রেজাউল করিম চৌধুরী, কোষাধ্যক্ষ, কুমিল্লা রাইফেল ক্লাব।

সদস্য বৃন্দ

১। জনাব আলহাজ্ব ফরহাদ জামান শাহিন।

২। জনাব আলহাজ্ব মোঃ ওমর ফারুক।

৩। জনাব নিজাম উদ্দিন মোল্লা।

৪।জনাব মোঃ আনোয়ার পারভেজ।

৫।জনাব আবু ফয়েজ খান চৌধুরী।

৬।জনাব আমানুর রশীদ শাহিন।

৭। জনাব সৈয়দ আছাদ উল্লাহ মন্টু।

৮।জনাব ইমরান চৌধুরী।

৯। জনাব মোঃ আবদুল হান্নান।

কার্যক্রম

বর্তমানে ক্লাবের নিয়মিত শুটার দ্বারা সপ্তাহে ২ দিন শুটিং পরিচালিত হচ্ছে। পাশাপাশি নতুন শুটার স্কুল ও কলেজ থেকে সংগ্রহ করে অভিজ্ঞ প্রশিক্ষকের দ্বারা আন্তঃ ক্লাব ও অন্যান্য প্রতিযোগীতায় অংশগ্রহণ করানো হয়। এ ক্লাবের শুরু থেকেই নিজস্ব 50 মিটার, 25 মিটার, 10 মিটার শুটিং রেঞ্জ রয়েছে।

অর্জন

৫ তম জাতীয় শুটিং প্রতিযোগীতায় কুমিল্লা রাইফেল ক্লাবের শুটার আবু সামাদ জুয়েল22.50 মিটার ফ্রি পজিশনে সেরা দশ তালিকায় অর্ন্তভূক্ত হয়।সর্বোপরি শুটার সংগ্রহ করে প্রশিক্ষনের দ্বারা জাতীয় ও আর্ন্তজাতিক মানের শুটার তৈরি করাই এই ক্লাবের মূল স্বপ্ন।

 

 

 

মেট্রোপলিটন শুটিং ক্লাব, চট্টগ্রাম

 

প্রতিষ্ঠা

মেট্রোপলিটান শুটিং ক্লাবটি ১৯৮৪ সালে কয়েকজন উদ্যোগী শুটিংপ্রেমীর উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে।

অবস্থান

পুলিশ লাইনস, দামপাড়া, চট্টগ্রাম

এডমিশন

৭ম-১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা ছুটির দিন ব্যতীত অন্য যেকোন দিন বিকাল ৩টা থেকে ৬টার মধ্যে যোগাযোগ সাপেক্ষে শুটিং ক্লাবে ভর্তি হতে পারবে।

উল্লেখযোগ্য অর্জন (স্বর্ণপদক)

·         ১৯৮৯ – ন্যাশনাল শুটিং কমপ্লেক্স, ০.২২ ফ্রি পিস্তল

·         ১৯৯০ – অকল্যান্ড, নিউজিল্যাণ্ড, ০.১৭৭ এয়ার পিস্তল

·         ১৯৯১ - ন্যাশনাল শুটিং কমপ্লেক্স, ০.১৭৭ এয়ার পিস্তল

·         ১৯৯১ - ন্যাশনাল শুটিং কমপ্লেক্স,  ০.২২ ফ্রি পিস্তল